About Us
Masrukur Masuk - (Khulna)
প্রকাশ ০৭/০৬/২০২১ ০১:২৪পি এম

আজ নতুন কমিটি গঠনের ঘোষনা দিল হেফাজত নেতা : বাবুনগরী

আজ নতুন কমিটি গঠনের ঘোষনা দিল হেফাজত নেতা : বাবুনগরী Ad Banner

গত ২৬শে মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিরোধিতা কেন্দ্র করে সহিংসতার ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করলে কিছুটা চাপে পড়েন হেফাজত নেতারা।

গত ১৮ই এপ্রিল হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুর হকসহ বেশ কিছু নেতা কর্মীকে আটক করা হয়।এসময় ব্যাপক চাপে পড়েন হেফাজত নেতা কর্মীরা।

এর এক পর্যায়ে ২৬শে এপ্রিল হেফাজতের কমিটি বিলুপ্তি ঘোষণা করেন জুনায়েদ বাবুনগরী।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়,আজ ৭ই জুন জুনায়েদ বাবুনগরীকে আমির এবং নুরুল ইসলাম জীহাদিকে মহাসচিব করে হেফাজত ইসলাম বাংলাদেশের নতুন কমিটি ঘোষনা হতে পারে।

ইতিমধ্য ৩৮ সদস্যের একটি কমিটি করা হয়েছে। আবার ৫৮ সদস্যের একটা কমিটির খসড়াও করা হয়েছে।

গত রবিবার হেফাজত নেতারা জানান,কমিটি ঘোষনার আগ মুহূর্ত প্রর্যন্ত বিভিন্ন পদে সংযোজন বিয়োজন হতে পারে, তবে কমিটি সর্ব্বোচ্চ ৪০ সদস্যবিশিষ্ট হওয়ার সম্ভাবনা বেশি।শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ