About Us
মঙ্গলবার, ২২ জুন ২০২১
Md SaharuzzamanTuhin - (Chapainawabganj)
প্রকাশ ০৬/০৬/২০২১ ১১:৪১পি এম

মো শাহরুজ্জামান তুহিনের কবিতা- পরিস্থিতি

মো শাহরুজ্জামান তুহিনের    কবিতা- পরিস্থিতি Ad Banner


কবিতা

              পরিস্থিতি 

মো শাহরুজ্জামান তুহিন  

            কোথায় যাব?

      করোনা আর করোনা। 

     বন্ধ যোগাযোগ ব্যবস্থা।

 কাজ - কাম ছেড়ে বাসে আজ।

    শুধু বিশ্রাম আর বিশ্রাম।

        যেন পৃথিবীর মানুষ 

 এতটা বিশ্রাম উপভোগ করেনি।

    তার ফাঁকে পৃথিবীটাও আজ 

  বিশ্রাম নিয়ে সুস্থ হয়ে উঠছে।


  ০৫/০৫/২০২০

    বিকাল তিনটা

   চাঁপাইনবাবগঞ্জ 


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ