About Us
শুক্রবার, ১৮ জুন ২০২১
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
Sadikur Rahman - (Dhaka)
প্রকাশ ০৭/০৬/২০২১ ১২:০৪পি এম

সিরাজগঞ্জে বজ্রপাতে ৫ মৃত্যু

সিরাজগঞ্জে বজ্রপাতে ৫ মৃত্যু Ad Banner

সিরাজগঞ্জের উল্লাপাড়া, শাহজাদপুর, বেলকুচি ও সলঙ্গায় বজ্রপাতে স্কুলছাত্র সহ পাঁচজনের মৃত্যু হয়েছে।

আজ রবিবার বিকেলে উল্লাপাড়ার আগদিঘল, বেলকুচির চর সমেশপুর, সলঙ্গার আঙ্গারু ও শাহজাদপুরের চর আঙ্গারু ও বাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, উল্লাপাড়া উপজেলার আগদিঘল গ্রামের নবম শ্রেণির ছাত্র ফরিদুল ইসলাম, বেলকুচির চর সমেশপুর গ্রামের লাইলি বেগম, সলঙ্গার আঙ্গারু গ্রামের রফিকুল ইসলাম ও শাহজাদপুর উপজেলার চর আঙ্গারু গ্রামের কৃষক জুয়েল রানা ও বাতিয়া গ্রামের কৃষক আলহাজ বাবুর্চি।উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জলিল জানান, ফরিদুল মাঠে ধান কাটা শেষে বাড়ি ফেরার সময় আগদিঘল গ্রামের কবরস্থানের কাছে পৌঁছলে বজ্রপাতের কবলে পড়ে তার মৃত্যু হয়।

শাহজাদপুর উপজেলায় দুই কৃষকের মৃত্যুর বিষয়টি কায়েমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসিবুল হক হাসান ও নরিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক, বেলকুচিতে একজনের মৃত্যুর বিষয়টি বেলকুচি থানার ওসি গোলাম মোস্তফা, সলঙ্গায় একজনের মৃত্যুর বিষয়টি সলঙ্গা থানার ওসি আব্দুল কাদের জিলানী নিশ্চিত করেছেন। শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ