About Us
মঙ্গলবার, ২২ জুন ২০২১
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
Md.Nasir Uddin - (Rajshahi)
প্রকাশ ০৬/০৬/২০২১ ০৭:৪১পি এম

রাজশাহীতে ভ্রাম্যমাণ বুথে করোনা পরীক্ষায় আক্রান্তের হার ৯.৪৭

রাজশাহীতে ভ্রাম্যমাণ বুথে করোনা পরীক্ষায় আক্রান্তের হার ৯.৪৭ Ad Banner

রাজশাহী নগরে পাঁচটি ভ্রাম্যমাণ বুথে ফ্রি র‌্যানডম করোনা টেস্ট করা হয়েছে। এসময় ২৮৫ জনের নমুনা পরীক্ষা করে ২৭ জন পজেটিভ এসেছে। শতকরার হিসেবে ৯ দশমিক ৪৭ শতাংশ। বিষয়টি নিশ্চিত করেছেন- রাজশাহী সিভির সার্জন কাইউম তালুকদার।

আজ রবিবার (৬ জুন) সকাল ১০ টায় এক যোগে রাজশাহী নগরীর পাঁচটি গুরুত্বপূর্ণ মোড়ে রাজশাহী সিভিল সার্জনের আয়োজনে ফ্রি র‌্যানডম করোনা টেস্ট করা হয়। চলে দুপুর একটা পর্যন্ত। এসময় বুধগুলোতে সাধারণ মানুষ করোনা পরীক্ষা করেছেন। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে- রাজশাহী মহানগরীর সাহেব বাজারে ৮৪ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৬ জনের করোনা পজেটিভ আসে। নগরীর হড়গ্রাম বাজারে ৩৩ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনা পজেটিভ, এছাড়া সিএন্ডবি মোড়ে ৫৪ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা পজেটিভ, লক্ষ্মীপুর মোড়ে ৫০ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা পজেটিভ, তালাইমারী এলাকায় ৬৪ জনের নমুনা পরীক্ষায় ৫ জনের করোনা পজেটিভ এসেছে। 

সেই তুলনায় সংক্রমেন দিক থেকে এগিয়ে নগরীর লক্ষ্মীপুর এলাকা। সিলিভ সার্জন আরও বলেন- ফ্রি র‌্যানডম করোনা টেস্ট অনেকেই করেছেন। অনেকের আগ্রহ আছে। তবে জনবল সংকটের কারণে ঠিক বলা যাচ্ছে না আগামিতে করার বিষয়টি। আমরা রাজশাহী সিটি করপোরেশনের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবো।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ