About Us
Nazrul
প্রকাশ ০৬/০৬/২০২১ ০২:০৪পি এম

ভালো কাজের জন্য কারও শয্যাসঙ্গিনী হতে পারবো না: পূজা

ভালো কাজের জন্য কারও শয্যাসঙ্গিনী হতে পারবো না: পূজা Ad Banner

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। স্টার প্লাসের ‘কসৌটি জিন্দেগি’ ধারাবাহিক নাটকে নিবেদিতা বসু চরিত্রে অভিনয় করে রাতারাতি পরিচিতি লাভ করেন। এরপর বেশকিছু টেলিভিশন নাটক, মিউজিক ভিডিও ও ওয়েব সিরিজে অভিনয় করে নিজের অবস্থান শক্ত করে তুলেন এই অভিনেত্রী।

সম্প্রতি এই অভিনেত্রী আনন্দবাজার পত্রিকায় এক সাক্ষাৎকারে তার কাস্টিং কাউচের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। কাজের জন্য একাধিকবার কাস্টিং কাউচের অভিজ্ঞতা হয়েছে তার। তবে তা টালিউডে নয়, বলিউড এবং দক্ষিণী সিনেমায় কাজের জন্যই এমন হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, আমি কখনোই কোনো অন্যায় আবদারকে প্রশ্রয় দেইনি। ভালো কাজের জন্য কখনো কারও শয্যাসঙ্গিনী হতে পারব না। অনেককেই চিনি যারা কাজ পাওয়ার আশায় ভুল পথে হেঁটেছেন। আবার শেষ পর্যন্ত কাজ না পেয়ে ‘মিটু’ অভিযোগ তুলেছেন। মেয়েরা মুখ বুজে অন্যায় মেনে নেয় বলেই শোষণ করার সাহস পায় কিছু মানুষ। প্রতিবাদ শুরু করলেই এ চিত্র বদলাবে।

প্রসঙ্গত, গত ৪ জুন এ অভিনেত্রীর ‘পাপ’ মুক্তি পেয়েছে ‘হইচই প্ল্যাটফর্মে’। মা হাওয়ার পর এটি প্রথম কাজ পূজা বন্দ্যোপাধ্যায়ের।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ