About Us
rafiqul islam - (Shariatpur)
প্রকাশ ০৯/০৫/২০২১ ১০:৫৩পি এম

এবার করোনার কারণে স্থগিত হলো এএফসি কাপ

এবার করোনার কারণে স্থগিত হলো এএফসি কাপ Ad Banner

এবার এফসি কাপ স্থগিত ঘোষণা করা হলো করোনা মহামারীর কারণে। এশিয়ান ফুটবল কাউন্সিল তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এ খবরটি নিশ্চিত করেছে।    এশিয়ান ফুটবল কাউন্সিল তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানায়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এএফসি গ্রুপ পর্বের সকল খেলা স্থগিত করা হলো।   

উল্লেখ্য, ১৪ থেকে ২১ মে এএফসি কাপের ডি গ্রুপের ম্যাচ হওয়ার কথা ছিল মালেতে। কিন্তু দক্ষিণ এশীয় অঞ্চলের করোনা পরিস্থিতি খারাপ হওয়ার সেটি এখন আটকে গেল। এতে টুর্নামেন্ট স্থগিত হয়ে যাওয়ার এখন মালদ্বীপ যেতে হচ্ছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ