About Us
শুক্রবার, ০৭ মে ২০২১
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
Md. Razib Hossain - (Kushtia)
প্রকাশ ০৫/০৫/২০২১ ০২:৪৬পি এম

একই স্থানের পাশে সুন্দরবনে আবারও আগুন

একই স্থানের পাশে সুন্দরবনে আবারও আগুন Ad Banner

গত কয়েকদিন ধরে সুন্দরবনে আগুন লাগার ঘটনা ঘটছে। ২ দিন আগে লাগা আগুন নিভতে না নিভতে আবারও আগুন লাগার ঘটনা ঘটলো।

জানা যায়, পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের দাসে ভারানি এলাকায় আবারও আগুন লেগেছে। বুধবার (৫ মে) সকাল ১০টার দিকে গতকালের আগুনে পুড়ে যাওয়া স্থানের দক্ষিণ পাশে এই আগুন লাগে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মোরেলগঞ্জ স্টেশন কর্মকর্তা সঞ্জয় দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন জানান, গতকাল যেখানে আগুন লেগেছিল তার পাশে কিছু ধোঁয়ার মত দেখা গেছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছেছে। সুন্দরবনের বনরক্ষী ও কর্মকর্তারাও ঘটনাস্থলে রয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মোরেলগঞ্জ স্টেশন কর্মকর্তা সঞ্জয় দাস জানান, স্থানীয়দের মাধ্যমে আগুনের খবর পেয়ে বাগেরহাট, মোরেলগঞ্জ ও শরণখোলার তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে। সোমবার যেখানে আগুন লেগেছিল, এবারের আগুন তার থেকে কিছুটা কাছাকাছি স্থানে। ভোলা নদী থেকে ২৫টি ডেলিভারি পাইপ লাগিয়ে আগুন লাগার স্থান পর্যন্ত নেওয়া হয়েছে।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ