About Us
Md.Abu Jafar - (Bhola)
প্রকাশ ০৫/০৫/২০২১ ০৩:২৭পি এম

কি অপরুপা তুমি

কি অপরুপা তুমি Ad Banner

কি অপরুপা তুমি

      আঃজাঃরুবেল

কি অপরুপ পৃথিবীর শ্যামল ছায়া

তারও চেয়ে অধিক তোমার মায়াবী মুখখানা।


তোমার হাসিতে হৃদয়ে বাজে সুরের ঝংকার

ভালবাসি ভালবাসবো এটা আমার অঙ্গীকার।


মৃদু হাওয়ার স্পর্শে মন করে আনচান

মিলব হেথায় তোমার সাথে এসো বারংবার।


আজ আকাশটা অন্যরকম ভিন্ন অনুভুতি

প্রেমের শিকলে বন্দি আমি,নাই কোন গতি।


বাঁজাও বাঁশি,ধর সুর ওগো সুরভী

প্রেম রাগে মাতাল আমি,মাতাল পৃথিবী।


গান গেয়ে যায় গানের পাখি হৃদয়ে দেয় দোলা

তাইতো আমার প্রেমিক মনে করে শুধু উজালা।শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ

Md.Abu Jafar - (Bhola)
প্রকাশ ১৩/০৫/২০২১ ০৩:৫৯পি এম
Md.Abu Jafar - (Bhola)
প্রকাশ ১৩/০৫/২০২১ ১২:৫০পি এম