About Us
Md. Tawhidul Haque Chowdhury - (Noakhali)
প্রকাশ ০৫/০৫/২০২১ ০২:০৪পি এম

চাটখিলে অগ্নিকান্ডে চার ব্যবসা প্রতিষ্ঠান ভষ্মিভূত

চাটখিলে অগ্নিকান্ডে চার ব্যবসা প্রতিষ্ঠান ভষ্মিভূত Ad Banner

নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে চারটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে মঙ্গলবার ভোররাতে উপজেলার ডেলিয়া বাজারেঘটনা ঘটে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠান গুলোর মধ্যে ১টি মুদি, ২টি কসমেটিক একটি গার্মেন্টস দোকান রয়েছেএ ঘটনায় দশ লক্ষাধিক টাকার অধিক ক্ষতি সাধিত হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান।

চাটখিল ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা গেছে মঙ্গলবার ভোরে আগুন লাগার খবর পেয়ে চাটখিল ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। এসময় তারা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে চারটি দোকান একেবারে ভষ্মিভূত হয়।

 চাটখিল ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন লিডার উত্তম কুমার জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে কি পরিমাণ ক্ষতি সাধিত হয়েছে তা তাৎক্ষণিক জানা সম্ভব নয়।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ