About Us
শুক্রবার, ১৪ মে ২০২১
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
Rk osman Ali (Dinajpur-6) - (Dinajpur)
প্রকাশ ০৫/০৫/২০২১ ০১:১২পি এম

এ শহর আজব শহর, প্রানের শহর ঢাকা রে এমপি শিবলী সাদিক

এ শহর আজব শহর, প্রানের শহর ঢাকা রে এমপি শিবলী সাদিক Ad Banner

এই শহরে ছুটতে ছুটতে ক্লান্ত দেহের উপর দিয়ে যখন ধুলোর আস্তরণ একটা প্রলেপ দিয়ে যায় আমি তখনো বুড়িগঙ্গার নোংরা পানিতে নিজেকে ধুয়ে নেবার বৃথা চেষ্টা করে যাই,এই শহরে জন্মায়নি আমি সেই অনেক আগে এই শহরে এসেছি, পরিচিত দুই একজন বন্ধু বান্ধব দুই-একজন আত্মীয়-স্বজন থাকলেও বিশেষ কোনো পিছুটান, এখানে নেই আমার,তার পরেও পড়ে থাকি এই শহরে,কিছুটা কাজের জন্য, আর পুরোটাই পড়ে থাকি নিজেকে লুকাবার জন্য,গ্রামের বিশুদ্ধ বাতাসে যখন যাই, নতুন করে নিজেকে ফিরে পাই, কতদিন যে চোখ বুঝে অনুভব করেছি ধানের ফুলের গন্ধ, কখনো বা শালবনের কচি পাতায় খেলে ওঠা রাশি রাশি ক্ষুদ্র ক্ষুদ্র ফুলের সুবাস, কিছুদিন যেতে না যেতেই কর্মক্ষেত্রের ডাক আসে যেতেই হবে,চটি স্যান্ডেল পরে, লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি বাতাস বুকের এপাশ ছুঁয়ে-ওপাশ দিয়ে বেরিয়ে যায়, গরম থাকলেও স্বস্তি এবং শান্তি দুটোই আছে আমার গ্রামে দিনের বেলায় এই শহরের পথে পথে ছুটে বেড়ায় যন্ত্র নামের একদল দানবের দল, রাত যত ভারী হতে থাকে দেয়ালে দেয়ালে গোগা নি শব্দ তুলে গরম বাতাস ছাড়ে এসি নামের লক্ষ কোটি যন্ত্র,

দূরে ওই কাচের দেয়াল ভেদ করে দেখা যায় লোকদেখানো সুখে থাকা মানুষের দল কেমন পিঁপড়ের মতো খোপে খোপে ঢুকে পড়েছে, রাতটা কাটাবার জন্য কোথাও বা উচ্চস্বরে গান শোনা যায় পুরোটাই মিথ্যে বানোয়াট উল্লাসের একটা মাধ্যম কয়েক ঘন্টা পরে, হয়তো পথে পথে হাঁটবে বিবাগী কয়েকজন মানুষ, অথবা কিছুটা নেশায় চুর হয়ে নিজের অগোছালো ঘরে পড়ে থাকবে পরদিন দুপুর পর্যন্ত, বিলাসী জীবনের প্রতিচ্ছবি এখানে দেখা যায়, দেখা যায় এখানে সুখে থাকার অভিনয়,এখানে দেখা যায় টাকার ঝনঝনানি শব্দ, আর প্রদর্শন, গাড়ি আর বাড়ি সাথে আছে সুন্দর নারী,শুধু শান্তি নাই তাহার কাছে, যার সবকিছু আছে সে শুধু শান্তি খুঁজে ফেরে মিথ্যে পাতানো কিছু সম্পর্কের রেস টেনে,গানের কথাই বলি, এ শহর আজব শহর, প্রানের শহর ঢাকা রে।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ