About Us
julfikar ali
প্রকাশ ০৩/০৫/২০২১ ০১:৫২এ এম

সততা সংঘের ইফতার সামগ্রী বিতরণ

সততা সংঘের ইফতার সামগ্রী বিতরণ Ad Banner

সাতক্ষীরার কলারোয়ায় স্বাস্থ্যবিধি মেনে হেলাতলা ইউনিয়নের ৭টি মসজিদে ইফতার সামগ্রী বিতরণ করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “সততা সংঘ” নামের একটি প্রতিষ্ঠান।

রবিবার (২ মে) বিকালে সততা সংঘের প্রধান উপদেষ্টা ইতালি প্রবাসী রায়হান আল বাশারের অর্থায়ন ও দিকনির্দেশনায় সংগঠনের আহ্বায়ক ফারহান আল ফারুক হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসা বাজারে সংগঠনটির প্রধান কার্যালয় থেকে মসজিদে ইফতার সামগ্রী বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনটির আহ্ববায়ক সাংবাদিক ফারুক হোসেন (রাজ), আহ্ববায়ক নামজুল হোসেন (সবুজ), হাফেজ আব্দুল্লাহ আল- মামুন, হাফেজ মাওলানা নজরুল ইসলাম প্রমুখ।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ