About Us
Md. Akhter Ali - (Chuadanga)
প্রকাশ ০১/০৫/২০২১ ০৪:৫২পি এম

দংশন করা সাপ নিয়ে হাসপাতালে হাজির যুবক

দংশন করা সাপ নিয়ে হাসপাতালে হাজির যুবক Ad Banner

দংশনের পর সাপ মেরে তার মৃতদেহ নিয়ে হাসপাতালে হাজির হন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কামালপুর গ্রামের বজলুল আহমেদ নামের এক যুবক। গতকাল শুক্রবার রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এ ঘটনা ঘটে।

ঘটনার পর উৎসুজ জনতা ভীড় জমায় হাসপাতালে। সবাই একনজর দেখতে চান দংশনের শিকার বজলুল আহমেদ এবং দংশনকারী সাপটিকে। আহত বজলুল আহমেদ আলমডাঙ্গা উপজেলার কামালপুর গ্রামের মক্তবপাড়ার আসাবুল হকের ছেলে। বর্তমানে তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

বজলুল আহমেদ বলেন, রাতে বাড়ির পাশে রাস্তার ধারে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলাম। এ সময় হঠাৎ আমার পায়ের কয়েক জায়গায় সাপটি কামড় দেয়। পরে আমি নিজেই সাপটিকে পিটিয়ে মেরে ফেলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসি। যেন চিকিৎসা নিতে সুবিধা হয় আমার। 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ হোসেন বলেন, এখনই বজলুল আহমেদ শঙ্কামুক্ত কিনা বলা যাচ্ছে না। সাপটির নাম গোখরা। এটি বিষধর সাপের মধ্যে একটি। আমরা প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি করেছি।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ