About Us
শনিবার, ১৫ মে ২০২১
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
Sajib Rajbhar
প্রকাশ ০১/০৫/২০২১ ১১:১২পি এম

ময়মনসিংহে ৬৫ কেজি ওজনের পাঙ্গাস মাছ

ময়মনসিংহে ৬৫ কেজি ওজনের পাঙ্গাস মাছ Ad Banner

আবহমানকাল থেকে পাঙ্গাস মাছ এদেশের মানুষের জন্য রসনার উৎস হিসেবে পরিচিত এই মাছটি প্রাকৃতিক মুক্ত জলাশয়ে বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলের নদীসহ উপকূলীয় অঞ্চলে পাওয়া যায় এক সময়ে পাঙ্গাস মাছ আভিজাত্যের প্রতীক হিসেবে উচ্চবিত্তের মাছ হিসেবে বিবেচিত ছিল বর্তমানে পরিবেশগত পরিবর্তনের ফলে নদীর নাব্যতা দিন দিন হ্রাস পাচ্ছে সাথে সাথে এর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্রসমূহ ক্ষতিগ্রস্থ হওয়ার ফলে পাঙ্গাস মাছের উৎপাদনও ক্রমশঃ কমে যাচ্ছে তবে পুকুরে পাঙ্গাস চাষের ব্যাপক সম্ভাবনা থাকায় আশির দশক থেকেই এর ওপর কার্যক্রম অব্যহত রয়েছে

ডাঃ মোঃ খলিলুর রহমান বলেন চীনের ম্যাকাও নদী থেকে সংগ্রহীত নতুন প্রজাতির পাঙ্গাস মাছের পোনা সংগ্রহ করেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রেমিস ফিসারীজ ফার্ম ২০০৬ সালে পোনা আকারে ছিল ইঞ্চি, মাছ ১০ ফুট লম্বা ৩০০ কেজির মত ওজন হয় ফিসারীর মালিক রেজা আলী বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে ৫০টি মাছ উপহার স্বরূপ দেন গবেষনা করার জন্য বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট মনে করে মাছ উৎপাদনে বাংলাদেশ ৫ম তালিকায় আছেন, যদি মেকং পঙ্গাসের পোনা উৎপাদন করতে পারলে দেশে মাছ উৎপাদনের আরেক ধাপ বিপ্লব ঘটানো যাবে

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ