About Us
সত্যজিৎ দাস - (Habiganj)
প্রকাশ ০১/০৫/২০২১ ০৯:৫৮পি এম

প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকে কটুক্তি করায় ১ জন আটক

প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকে  কটুক্তি  করায়  ১ জন আটক Ad Banner

র‌্যব-৯ এর অভিযানে এসএমপির শাহপরাণ(রঃ) থানাধীন মেজর টিলা পয়েন্ট এলাকায় হইতে ডিজিটাল নিরাপত্তা আইনে ১ আসামি আটক ।   

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি, অশালীন ও অশ্রাব্য ভাষা ব্যবহার করে লাইভ ভিডিও প্রকাশ করায়  মোঃ কামরুল ইসলাম ফারুকী মিন্টু (৪৫) বাদী হয়ে গতকাল সিলেট জেলার জকিগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২১/২৫ (খ) ধারায় বিবাদী মোঃ সায়েম আহম্মেদ (৪৬) নামে একটি মামলা করেন।     

পরবর্তীতে উক্ত মামলার পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯ এর একটি আভিযানিক দল এসএমপি সিলেট  এর শাহপরাণ (রঃ) থানা এলাকায় অভিযান পরিচালনা করে শুক্রবার রাত ০১.৩০ ঘটিকার সময় এসএমপি সিলেট এর শাহপরাণ(রঃ) থানাধীন মেজর টিলা পয়েন্ট  হইতে  সিলেট জেলার জকিগঞ্জ থানার মামলা নং- ৩৩, তারিখ ৩০ এপ্রিল ২০২১, ধারা- ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২১/২৫ (খ) মূলে পলাতক আসামী মোঃ সায়েম আহম্মেদ (৪৬), পিতা- মৃত ইব্রাহিম আলী, সাং- ইলাবাজ, থানা-জকিগঞ্জ, জেলা- সিলেট, বর্তমান ঠিকানাঃ এ/পি- মেজর টিলা, মালুয়া হাউজ, বাসা নং-৭, থানা- শাহপরাণ(রঃ), এসএমপি-সিলেট’কে আটক করে। আটককৃত আসামিকে সিলেট জেলার জকিগঞ্জ থানায় থানায় হস্তান্তর করা হয়েছে।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ