About Us
Md. Akramul Islam - (Rangpur)
প্রকাশ ০১/০৫/২০২১ ০৬:২৬পি এম

পীরগাছার করোনা-নামা

পীরগাছার করোনা-নামা Ad Banner

রংপুরের পীরগাছায় করোনাভাইরাস শনাক্ত হওয়ার আজ এক বছর পূর্ণ হলো।

গত বছরের (২০২০) ১ মে প্রথম করোনা রোগী শনাক্ত হয় রংপুরের পীরগাছায়। শনাক্ত হওয়া প্রথম রোগী ছিলেন পীরগাছা থানার রিয়াজুল নামের একজন পুলিশ কর্মকর্তা। গত এক বছরে এখানে ১৭০ জন শনাক্ত হয়েছে । এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬০ জন। চিকিৎসাধীন রয়েছেন ০৮ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ২জন।

পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ মো. জহুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। পীরগাছায় করোনাভাইরাসে শনাক্ত হওয়ার পর থেকে সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণির মানুষ শনাক্ত হয়েছে। বাদ যায়নি ভিআইপিরাও। আক্রান্ত হওয়ার মধ্যে ছিল, সাবেক উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, চিকিৎসক, পুলিশসহ আরও অনেকে।

এ সম্পর্কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. সানোয়ার হোসেন জানান, গত এক বছরের মধ্যে পীরগাছায় করোনায় ১৭০জন আক্রান্ত হলেও আমাদের তেমন ঝুঁকি নেই। অন্য উপজেলায় চেয়ে স্বাভাবিক আছে।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ