About Us
Md.Rashedul Islam - (Lalmonirhat)
প্রকাশ ০১/০৫/২০২১ ০৪:০৯পি এম

লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে ট্রাকের ধাক্কায় নিহত ১ আহত ২

লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে ট্রাকের ধাক্কায় নিহত ১ আহত ২ Ad Banner

লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের ভোটমারী বাজারের ১০০ গজ দক্ষিণ দিকে ভাকারী ব্রিজের উপরে ট্রাক ও ধান মাড়াই কৃত গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্থলেই ১ জন নিহত এবং ২ আহত ।

গতকাল শনিবার এ দূর্ঘটনা ঘটে। ঘটনা স্থলে গিয়ে জানা গেছে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ধান মাড়াই কৃত গাড়িটিকে ধাক্কা দেয় ফলে ব্রিজ এর নিচে পড়ে যায়। এলাকার লোকজন ঘটনাটি জানতে পারলে ছুটে গিয়ে ট্রাক এর নিজ থেকে ১ জনের মরদেহ এবং ২ জনকে আহত অবস্থায় উদ্ধার করে। উদ্ধার কৃতদের তাতক্ষনিক কালিগঞ্জ মেডিকেলে পাঠানো হয়। 

পলাতক ট্রকের চালক ও হেলপার। পরে ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাটি  তদন্ত করে।

তদন্ত সুত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম বাবু এবং পিতার নামঃ মোস্তফা। মৃত বাবু ও তার সঙ্গীরা ধান মাড়াই গাড়িটি শতকার শেষে বাড়ি ফিরছিলেন হঠাৎ একটি ট্রাক গাড়িটিকে ধাক্কা দেয় ফলে গাড়ি দুটি ব্রিজ এর নিচে পরে যায় ঘটনা স্থলেই মৃত্যু হয় বাবুর। মৃত বাবুর পরিবারে নেমে এসেছে সজন হারানোর বোবা কান্না।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ