About Us
শনিবার, ১৫ মে ২০২১
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
Timir Bonik - (Moulvibazar)
প্রকাশ ০১/০৫/২০২১ ০৩:৩৬পি এম

শ্রমিক দিবসে শিশু শ্রম অচিরে বয়কট করা, আগামীর সম্ভাবনা

শ্রমিক দিবসে শিশু শ্রম অচিরে বয়কট করা, আগামীর সম্ভাবনা Ad Banner

আমাদের সমগ্র জীবনে প্রতিটি বয়সের নিজস্ব আলাদা আলাদা ভূমিকা রয়েছে। প্রতিটি বয়সের একটি নির্দিষ্ট সময়কাল আলাদা আলাদা কাজের জন্য নির্ধারিত। জীবনে সময়ের ঐ সঠিক ব্যবহার ছাড়া সমাজের বুকে দায়িত্বশীল মানুষ গড়ে উঠতে পারে না। ঠিক যেমন সঠিক শিক্ষা গ্রহণ করার সময় হলো বাল্য কাল।  ঐ সময়ে শিশুদের মধ্যে সুপ্ত ভবিষ্যৎ সম্ভাবনা বিকশিত হয় এবং সেই শিশু যৌবনে উত্তীর্ণ হয়ে নিজের সেই সম্ভাবনার মাধ্যমে সমাজ গড়ে তুলতে সাহায্য করে। কিন্তু শিশু শ্রমিকদের ক্ষেত্রে এই পর্যায়ক্রমিক ব্যবস্থার গোড়ায় নিতিনির্ধারকদের ত্রুটি থেকে যায়।

পরিবারের মতাদর্শগত ত্রুটি, অর্থাভাব কিংবা খাদ্যাভাব যে কোন কারণেই হোক বিশ্বজুড়ে লক্ষ লক্ষ শিশু তাদের শৈশবে অর্থের বিনিময়ে হাড়ভাঙ্গা শ্রম,শারীরিক শ্রম দিতে বাধ্য হয়।  ফলে তাদের ভবিষ্যৎ কোন শক্ত ভিতের ওপর গড়ে উঠতে পারে না। স্বাভাবিকভাবেই এর ফলে সমাজের ভবিষ্যতের খুঁটি নড়বড়ে হয়ে যায়। ঐ সমস্যা কোন নির্দিষ্ট অঞ্চল, জেলা, উপজেলা, রাজ্য কিংবা দেশে সীমাবদ্ধ নয়। সমস্ত গন্ডি ভেদ করে পেরিয়ে আজ বিশ্বের প্রতিটি কোনায়, প্রতিটি স্থানে সমাজের জ্বলন্ত এক অভিশাপ রূপে প্রতিয়মান এই সমস্যা বর্তমান।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ