About Us
Ranajit Kumar Barman
প্রকাশ ০১/০৫/২০২১ ১২:৫১এ এম

শ্যামনগরে বৃষ্টির কামনায় নফল নামায আদায়

শ্যামনগরে বৃষ্টির কামনায় নফল নামায আদায় Ad Banner

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় আজ  শুক্রবার বিকালে নকিপুর মোল্যা বাড়ী জামে মসজিদের পাশে জমিতে শতাধিক মুসল্লিবৃন্দের অংশ গ্রহণে মহান আল্লাহতায়ালার রহমত কামনা করে প্রচন্ড খরতাপে বৃষ্টির জন্য প্রার্থনা করে নফল নামায আদায় করেছেন। 

হাফেজ মাওলানা কামাল হোসেনের পরিচালনায় নামায শেষে মোনাজাতে অংশ গ্রহণ করেন মুসল্লিরা। আল্লাহর কাছে রহমতের বৃষ্টির জন্য প্রার্থনা করেন। 

শ্যামনগর উপজেলায় দীর্ঘ কয়েক মাস বৃষ্টিপাত না হওয়ায় প্রচন্ড খরতাপে জনজীবন অস্থির। খরায় শুকিয়ে যাচ্ছে ক্ষেতের ফসল। খাওয়ার পানির সংকট উপজেলার সর্বত্র কম বেশি বিরাজ করছে। তাপপ্রবাহের কারণে চারদিকের জলাশয় শুকিয়ে গেছে অনেকাংশে। অনেক স্থানে ব্যবহারের পানিও নাই। চিংড়ি ঘের গুলোতে প্রচন্ড তাপের জন্য মাছ মরে যাচ্ছে।  এ অবস্থায় কৃষক থেকে শুরু করে সকল স্তরের মানুষ বৃষ্টির জন্য প্রার্থনা করছেন। 

উল্লেখ্য যে গত ২৬ এপ্রিল উপজেলার মুন্সিগঞ্জ ইউপির ছোট ভেটখালীগ্রামে  ঈদগাহ জামে মসজিদের সামনে বৃষ্টির জন্য প্রার্থনা করে শতাধিক মুসল্লিরা নফল নামায আদায় করেন। 


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ