About Us
S M Tareq Azad - (Dhaka)
প্রকাশ ৩০/০৪/২০২১ ০২:৩০পি এম

হেফাজত নেতা মুফতি মাসউদ গ্রেফতার

হেফাজত নেতা মুফতি মাসউদ গ্রেফতার Ad Banner

সিলেট জকিগঞ্জ উপজেলা হেফাজতের সাধারণ সম্পাদক মুফতি মাসউদকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল  বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে তাকে জকিগঞ্জ উপজেলার বরহাল কচুয়া গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

সদ্য বিলুপ্ত হওয়া হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেফতারের প্রতিবাদে ১৯ এপ্রিল ১০টার দিকে জকিগঞ্জের শাহগলী এলাকায় বিক্ষোভ করেন সংগঠনের নেতাকর্মীরা।  জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাসেম বলেন, ২০ এপ্রিল বিশেষ ক্ষমতা আইনে পুলিশের করা মামলায় মাওলানা মুফতি মাসউদকে গ্রেফতার করা হয়েছে।

তিনি ওই মামলার এজাহারভুক্ত আসামি কি না-- জানতে চাইলে ওসি বলেন, ঘটনার সঙ্গে সম্পৃক্ত অজ্ঞাত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে। 


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ