About Us
শুক্রবার, ১৪ মে ২০২১
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
Abdul Latif Moral - (Khulna)
প্রকাশ ৩০/০৪/২০২১ ০৯:৪৮এ এম

কবিতা: বৈশাখ

কবিতা: বৈশাখ Ad Banner

গ্রীষ্ম এলো আমের বনে,  কালবৈশাখী ঝড়ের সনে,     

 প্রকৃতি সাজলো নতুন সাজে,   আম কাঁঠাল আর হিজলের মাঝে।


মন ভরে যায় দোয়েল-শ্যামার গুঞ্জনে, চাতক চেয়ে থাকে

আকাশের পানে,আকাশ-বাতাশে এক নতুন আমেজ,                       


সূর্যি মামা জেগে ওঠে, বাড়ে তার তেজ,পান্হা আর ইলিশের সাথে

বৈশাখ শুধু হয়, সবাই মিলে করে হালখাতা বিনিময়।           


বাঙ্গালীরা মেতে ওঠে প্রিয় উৎসবে,আবার আসবে বর্ষা, গ্রীষ্মের অবসান হবে।

 

কলমে: অন্বেষা মন্ডল (নিধী)


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ