About Us
MD.KAMRUZZAMAN SOHAG - (Kushtia)
প্রকাশ ২৮/০৪/২০২১ ০৪:০৫পি এম

স্মার্টফোনে র‌্যাম বাড়ানোর সুযোগ এলো

স্মার্টফোনে র‌্যাম বাড়ানোর সুযোগ এলো Ad Banner

বিল্টইন র‌্যামের সঙ্গে অতিরিক্ত র‌্যাম বাড়িয়ে নেয়া যায় এমন একটি ফোন আনছে ভিভো। মডেল ভিভো ভি ২১ ৫জি। ফোনটিতে ৪৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সঙ্গে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন এবং একটি ওয়াটারড্রপ-স্টাইল নোচ ডিসপ্লে থাকছে।

সেলফি ক্যামেরায় ওআইএস এর ব্যবস্থা থাকছে। ফলে কম আলোতে ভালো ছবি তোলা যাবে। এতে রয়েছে দুটি স্পট লাইট ফ্ল্যাশ পরিষেবা। স্মার্টফোনটির পিছনে একটি আয়তক্ষেত্রকার ক্যামেরা মডিউল রয়েছে যাতে তিনটি সেন্সর ত্রিভুজাকার আকারে রয়েছে।

আর্টিক হোয়াইট, ডাস্ক ব্লু এবং সানসেট ড্যাজল রঙের সম্ভারে মিলবে গ্রাহকদের। আর্টিক হোয়াইট এবং সানসেট ড্যাজল বিকপ্লটি ৭.৩৯ এমএম পাতলা এবং ১৭৭ গ্রাম ওজনের রাখা হবে, অন্যদিকে ডাস্ক ব্লু বিকপ্লটি ৭.২৯ এমএম পাতলা এবং ১৭৬ ওজনে মিলবে গ্রাহকদের।

ফোনটির বিল্টইন র‍্যামের সঙ্গে অতিরিক্ত হিসেবে ৩ জিবি র‍্যাম ব্যবহার করতে পারবে গ্রাহকরা।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ