About Us
শনিবার, ১৫ মে ২০২১
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
Foysal Ahmed - (Narayanganj)
প্রকাশ ২৭/০৪/২০২১ ০৯:৫৯পি এম

ভাইকে খুন করার অভিযোগে কন্নড় সিনেমার নায়িকা গ্রেফতার

ভাইকে খুন করার অভিযোগে কন্নড় সিনেমার নায়িকা গ্রেফতার Ad Banner

নিজের ভাই রাকেশ কাটওয়েকে (৩২) খুন করার অভিযোগে গ্রেফতার হয়েছেন কন্নড় সিনেমার জনপ্রিয় নায়িকা শানায়া কাটওয়ে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে।   

স্থানীয় সংবাদমাধ্যমসূত্রে জানা যায়, শানায়ার ভাই রাকেশকে তার বাড়িতেই খুন করা হয় আর খুনের সময় উপস্থিত ছিলেন শানায়াও। দেশটির ধারওয়াড় জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এই মামলার চার সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। তৌসিফ চন্নপুর (২১), আমান গিরানিওয়াল (১৯), আলতাফ মোল্লা (২৪ ) এবং নিয়াজাহমেদ কাটিগর (২১) নামে এই চারজনকে জেরা করেই উঠে এই হত্যার পেছনে শানায়ার জড়িত থাকার তথ্য-প্রমাণ পুলিশের হাতে এসেছে।   

পুলিশের জিজ্ঞাসাবাদে এই চারজন আরও জানিয়েছেন, রাকেশকে খুন করার পর তার নিথর দেহ টুকরো টুকরো করে পৃথকভাবে দেবরগুদিহালের বনাঞ্চলে, গাদাগ রোড ও হুবলির অন্যান্য অঞ্চলে ফেলে দেয়। বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন শানায়া।   

কন্নড় ছবি “ইদাম প্রেমাম জীবানাম” ছবির মাধ্যম নায়িকা হিসেবে কাজ শুরু করেন শানায়া। সর্বশেষ অ্যাডাল্ট কমেডি ছবি “অন্দু ঘনটেয়া কাথে” তে দেখা গেছে এই নায়িকাকে।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ