About Us
MD.KAMRUZZAMAN SOHAG - (Kushtia)
প্রকাশ ২৭/০৪/২০২১ ০১:০১পি এম

চলবে তাপপ্রবাহের দাপট, সপ্তাহের শেষে স্বস্তির বৃষ্টি

চলবে তাপপ্রবাহের দাপট, সপ্তাহের শেষে স্বস্তির বৃষ্টি Ad Banner

গত কয়েকদিন থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। এরই অংশ হিসেবে রাজধানী ঢাকাসহ ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। তবে সপ্তাহের শেষে দেখা মিলতে পারে স্বস্তির বৃষ্টির। 

গতকাল সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে, ২১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।  এ দিকে, মঙ্গলবার (২৭ এপ্রিল) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এছাড়া আগামী দুই দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন নেই। তবে সপ্তাহের শেষে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময় দিনের তাপমাত্রাও কমতে পারে।  অন্যদিকে, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। আর মৌসুমী লঘুচাপের অবস্থান দক্ষিণ বঙ্গোপসাগরে।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ