About Us
শুক্রবার, ১৪ মে ২০২১
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
Ibrahim Hossain - (Dhaka)
প্রকাশ ২৫/০৪/২০২১ ১১:৩৮পি এম

ইব্রাহীম নিরবের কবিতা ❝বন্ধ রুম❞

ইব্রাহীম নিরবের কবিতা ❝বন্ধ রুম❞ Ad Banner

❝বন্ধ রুম❞

  -লেখা: ❝ইব্রাহীম নিরব❞


বন্ধ রুম, আবদ্ধ ব্যালকনি; রুদ্ধদ্বারে জ্বলন্ত নিঃশ্বাস—

আটক জানালার কোণে পড়ে আছে কত অজর স্মৃতি

কেউ দেয়নি প্রতিশ্রুতি অথবা পাশে থাকার আশ্বাস, 

ফেলে যাওয়া কেউ রয় ভীষণ গভীর বিষণ্ণতায় মাতি।


আঁধারে নিমজ্জিত জীবন; সুখ আলো পাবে কোথায়?

দ্বৈত-সৃষ্ট প্রোজ্জ্বল কাহিনী যত শুষে নেয় ব্ল্যাকহোল—

মলিন এ্যালবাম আরো রিক্ত, আবছা ধূসর  হয়ে যায়,

ডায়েরিতে গাঁথা ফুলেল শব্দগুলো সাদায় মিশে আড়াল।


টেবিল ল্যাম্পটা আজও দেখেনি কেউ লিখতো কবিতা

কালো সিগনেচার গিটারটাও ভুলেছে রকোহলিক সুর—

ময়লা বেডে ছড়িয়ে আছে প্রিয় ছবি তবু অপরিচিতা,

চার-দেয়ালে ক্ষত; দুঃখ রঙ্গে আঁকা হৃদয়ের ভাঙচুর। 


এখানে অশ্রুত জল নিষিদ্ধ, প্রতিক্ষণে ঝরে বিষরক্ত

সিগারেট ধোঁয়ায় উড়ে ভালোবাসা খেয়ালহীন ফ্যানে—

উপন্যাস খুঁজে লেখক; ব্যথিত গল্প রয়ে যায় অব্যক্ত,

ওয়ারফেজ মলাটে অনিকেত প্রান্তর মিশ্রিত যেখানে।


হ্যাঙারে ঝুলন্ত শার্টে নির্দেশিত আত্ম অথবা অপমৃত্যু—

ঘুলঘুলি দিয়ে বহমান বাতাসে নিভে যায় বাঁচার স্বপ্ন

প্রতিটি কাশি কাতরে প্রতিধ্বনি করছে কোথায় মৃত্যু?

এসো এখানে, এসো এই বন্ধ রুমের মাঝে; করবো যত্ম।


দরজার ওপার হতে পরিচিত কণ্ঠ করে যাচ্ছে "মানা"

ভিতর বলছে:

 "দেহপাশে কেউ কেঁদোনা, গল্পগুলো রেখো অজানা"


—যবনিকা


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ

Md.Abu Jafar - (Bhola)
প্রকাশ ১৩/০৫/২০২১ ০৩:৫৯পি এম
Md.Abu Jafar - (Bhola)
প্রকাশ ১৩/০৫/২০২১ ১২:৫০পি এম
Md.Mahadi Hasan Munshi - (Comilla)
প্রকাশ ১১/০৫/২০২১ ০২:২১পি এম
MD hedaetul Islam - (Sirajganj)
প্রকাশ ১০/০৫/২০২১ ০৮:৫৭পি এম
Md.Abu Jafar - (Bhola)
প্রকাশ ০৯/০৫/২০২১ ০৮:৪৫পি এম