About Us
শনিবার, ১৫ মে ২০২১
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
Nayan Das - (Rangpur)
প্রকাশ ২৫/০৪/২০২১ ১২:২৩এ এম

উলিপুরে কর্মহীন ও শ্রমজীবী হতদরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ

উলিপুরে কর্মহীন ও শ্রমজীবী হতদরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ Ad Banner

কুড়িগ্রামের উলিপুরে আর এস রোকন এর উদ্যোগে ইফতার বিতরণ করেন আল-ইজাজ মাহমুদ (রিদয়) ছিন্নমূল ও খেটে খাওয়া শ্রমজীবী হতদরিদ্র জনগণের মধ্যে ।  এ ইফতার বিতরণ কার্যক্রম পর্যায়ক্রমে চলবে।   

গতকাল শনিবার (২৪ এপ্রিল) বিকেলে  উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ৪৫ টি  হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার বিতরণ করেন।  উলিপুর  উপজেলার বিভিন্ন এলাকায় পথচারীদের মধ্যে ইফতার বিতরণ করা হবে। এসময় আর এস রোকন বলেন পবিত্র মাহে রমজান উপলক্ষে এবং কভিড-১৯ পরিস্থিতিতে লকডাউন চলাকালে কর্মহীন হয়ে অনেক মানুষ সংকটে আছেন। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তাই এই উদ্যোগ কর্মহীন ও শ্রমজীবী মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হচ্ছে।   

তিনি আরও বলেন অনেক মানুষ রোজা রেখে অনেক সময় ভালো ভাবে  ইফতার করতে পারেনা তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে ও করোনা মোকাবিলায় দুস্থদের মধ্যে বিভিন্ন সুরক্ষা সামগ্রী এবং খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। ভবিষ্যতেও আমাদের এ রকম উদ্যোগ অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আমি আশা করি যদি নিজ নিজ থেকে সবাই ছোটখাটো উদ্যোগ নেয়া হয় তাহলে আমাদের আশেপাশে হতদরিদ্র মুখে একটুখানি হাসি ফোটানো সম্ভব হবে।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ