শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
Verified আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ২২/১১/২০২৪ ১২:১৪পি এম

ক্ষমা চাইতে প্রস্তুত আওয়ামী লীগ: আত্মগোপনে নাছিমের বিস্ফোরক মন্তব্য

ক্ষমা চাইতে প্রস্তুত আওয়ামী লীগ: আত্মগোপনে নাছিমের বিস্ফোরক মন্তব্য
জুলাই-আগস্ট মাসের ছাত্র আন্দোলনের পর বাংলাদেশের রাজনীতিতে ঘটেছে বড় ধরনের পরিবর্তন। গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন। আওয়ামী লীগের বহু নেতা, সাবেক মন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছেন। শেখ হাসিনাসহ দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গণহত্যাসহ শত শত মামলা হয়েছে এবং বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। এ পরিস্থিতিতে আওয়ামী লীগের ভূমিকা নিয়ে সমালোচনা চলছে, অনেকে বলছেন দলটির জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত।

এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার আত্মগোপনে থাকা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সেই সাক্ষাৎকারটি আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজেও শেয়ার করা হয়েছে।

ভুলের জন্য ক্ষমা চাওয়ায় কোনো আপত্তি নেই
বাহাউদ্দীন নাছিম সাক্ষাৎকারে বলেন, "আমরা যদি সত্যিই ভুল করে থাকি বা অন্যায় করে থাকি, তবে সেই অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে আমাদের কোনো আপত্তি নেই। আওয়ামী লীগ এমন গোঁড়ামির মধ্যে নেই যে আমরা ক্ষমা চাইব না। এই মানসিকতার দল আওয়ামী লীগ নয়।"

জুলাই-আগস্টে ছাত্র আন্দোলন দমাতে আওয়ামী লীগের ভূমিকা নিয়ে দলের অনুশোচনার প্রশ্নে তিনি বলেন, "অনুশোচনা কি কারাগারে বসে করবে আওয়ামী লীগ? নাকি জঙ্গলে, পাহাড়ে বা নির্বাসনে থেকে করবে? এর জন্য তো উপযুক্ত পরিবেশ প্রয়োজন। সেই সুযোগ কি দেশে এখন আছে? স্বাভাবিক পরিস্থিতি হলে আমরা দলীয় মূল্যায়নের মাধ্যমে ভুল চিহ্নিত করে জাতির কাছে ক্ষমা চাইতে পারি।"

শীর্ষ নেতারা বিদেশে, কৌশলগত অবস্থানের দাবি
শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে চলে গেছেন। অনেকে দেশ ছেড়ে পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নিয়েছেন। এ বিষয়ে নাছিম বলেন, "কৌশলগত কারণে আমরা দেশের বাইরে অবস্থান করছি। উপমহাদেশের রাজনীতিতে এমন বহু উদাহরণ রয়েছে। যারা এখন বিরাজনীতিকরণের চেষ্টা করছে, তারা রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে রাজনীতিকে ধ্বংসের চেষ্টা করছে।"

গণহত্যার অভিযোগ, বিচার নিয়ে প্রশ্ন
জুলাই-আগস্ট মাসের আন্দোলনে নিহতদের ঘটনায় সারা দেশে শেখ হাসিনাসহ নেতাকর্মীদের নামে গণহত্যার অভিযোগে হাজার হাজার মামলা দায়ের হয়েছে। এ প্রসঙ্গে নাছিম বলেন, "দলের মন্ত্রী, এমপিসহ নেতাকর্মীদের নামে হাজার হাজার মামলা হয়েছে। শেখ হাসিনার নামে আড়াই শতাধিক মামলা হয়েছে। দলের শীর্ষ নেতারা কারাগারে, অনেকে আত্মগোপনে। গণহত্যার অভিযোগে আমাদের নামে মামলা দেওয়া হয়েছে, অথচ উপদেষ্টারা বলে বেড়াচ্ছেন এই আন্দোলন নাকি পরিকল্পিত ছিল। যদি তাই হয়, তাহলে অভিযোগ আমাদের বিরুদ্ধে কেন?"

তিনি আরও বলেন, "গণহত্যার বিচারের জন্য যে প্রধান কৌঁসুলি নিয়োগ দেওয়া হয়েছে, তিনি সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের আইনজীবী ছিলেন। তাহলে কীভাবে ন্যায়বিচার নিশ্চিত হবে?"

আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি ও জাতির কাছে ক্ষমা চাওয়ার প্রসঙ্গে নাছিমের এই বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ