About Us
শনিবার, ১৫ মে ২০২১
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
Verified আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ২৪/০৪/২০২১ ০৮:৪১পি এম

হত-দরিদ্র মানুষের পাশে সেহরি নিয়ে ইউএনও

হত-দরিদ্র মানুষের পাশে সেহরি নিয়ে ইউএনও Ad Banner

নারায়ণগঞ্জ বন্দরে গভীর রাতে হত-দরিদ্র ও অসহায় মানুষের মাঝে  পবিত্র রমজানের সেহরি বিতরণ করেছেন উপজেলা প্রশাসন।   

বৃহস্পতিবার (২২ এপ্রিল)গভীর রাতে নির্বাহী অফিসার( ইউএনও)শুক্লা সরকার বন্দরের বিভিন্ন এলাকায় হত-দরিদ্র মানুষের কাছে এসব রান্না করা খাবার  পৌঁছে দেন। এসময় সহকারী কমিশনার( ভুমি) আসমা সুলতানা নাসরিন সঙ্গে ছিলেন। 

কোভিড-১৯ এর সংক্রমণ ঠেকাতে সারাদেশে চলছে লকডাউন।ফলে কর্মহীন হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষেরা। তাই অসহায় মানুষের মাঝে এসব রান্না করা খাবার বিতরণ করা হয়। উপজেলার নবীগঞ্জ খেয়া ঘাট, ইস্পাহানি বাজার,সেন্ট্রাল খেয়া ঘাট ও বন্দর রেললাইন এলাকার ছিন্নমূল মানুষেরা উন্নতমানের খাবার পেয়ে ভীষণ খুশি। 


শুক্লা সরকার জানান, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে সবাইকে একযোগে কাজ করতে হবে। চলমান লকডাউন কার্যকর করতে সার্বক্ষণিক মাঠে রয়েছে প্রশাসন। সরকারের পাশাপাশি  নিজনিজ অবস্থান থেকে সবাইকে সাধ্যমত অসহায় মানুষের পাশে থেকে সহায়তার জন্য অনুরোধ জানান তিনি।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ