About Us
মোহাম্মদ সাইফুল ইসলাম - (Coxsbazar)
প্রকাশ ২৪/০৪/২০২১ ০৬:০০পি এম

রোহিঙ্গা কিশোরের কিল ঘুসিতে আরেক রোহিঙ্গার মৃত্যু

রোহিঙ্গা কিশোরের কিল ঘুসিতে আরেক রোহিঙ্গার মৃত্যু Ad Banner

রোহিঙ্গা কিশোর মোঃ জাবের (১৩) এর কিল ঘুষিতে রোহিঙ্গা মাওলানা নুরুল হক (৫৫) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার ২৪ এপ্রিল বেলা দেড়টার দিকে টেকনাফের জাদিমুড়া রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের এ/৩ ব্লকে এ ঘটনা ঘটে। 

জাদিমুরা ২৭ নম্বর ক্যাম্পের ব্লক এ/৩ এর অলি হোসেনের পুত্র মওলানা নুরুল হক মসজিদে জোহরের নামাজ আদায় করতে যাওয়ার সময় প্রতিবেশী রোহিঙ্গা আইয়ুব এর পুত্র মোঃ জাবের (এফসিএন নং ২৭৬৯০৫) বাড়ীর পাশে আমগাছের নিচে বসে মোবাইলে গান শুনতে দেখে জাবেরকে মাওলানা নুরুল হক ধমক দেন। তখন জাবের মওলানা নুরুল হককে এক টাকার মৌলভী বলে তাচ্ছিল্য করলে, মাওলানা নুরুল হক জাবেরের উপর ক্ষিপ্ত হয়।

এক পর্যায়ে জাবেরকে নুরুল হক ধৃত করে। তখন উল্টো জাবের মাওলানা নুরুল হককে কিল ঘুষি মারলে নুরুল হক ঘটনাস্থলে অসুস্থ হয়ে পড়ে। পরে নুরুল হককে টিডিসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নুরুল হক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করে।  খবর পেয়ে টেকনাফ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত রোহিঙ্গা জাবেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ