About Us
মাহবুব রানা
প্রকাশ ২৪/০৪/২০২১ ১২:৩৪পি এম

করোনায় ভৈরবের জুতা শিল্পে ধস

করোনায় ভৈরবের জুতা শিল্পে ধস Ad Banner

করোনা সংক্রমণের নেতিবাচক প্রভাব পড়েছে ভৈরবের পাদুকা শিল্পে। সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের কারণে, বন্ধ হয়ে গেছে অনেক কারখানা। ফলে, এই শিল্পে জড়িত অন্তত তিনলাখ মানুষের জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়েছে। পরিবার-পরিজন নিয়ে খারাপ দিন কাটছে তাদের।

প্রতিবছর রোজার শুরু থেকে কোরবানীর ঈদ পর্যন্ত সময়টাতে ভৈরবে জুতা-সেন্ডেল তৈরির এসব কারখানা থাকে কর্মচঞ্চল। বেচাকেনাও হয় বেশি। কিন্তু করোনার থাবায়, গেল বছর থেকে দেখা দিয়েছে মন্দা। কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে নতুন করে পাদুকা তৈরি শুরু হলেও, আবারো বাঁধ সেধেছে করোনা। চলমান বিধিনিষেধে বন্ধ হয়ে গেছে অনেক কারখানা।

এতে বিপাকে পড়েছেন পাদুকা শিল্পের সাথে জড়িত শত শত শ্রমিক।

পাদুকা কারখানা মালিক সমিতির সভাপতি জানান, সরকারি বিধিনিষেধের কারণে তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এজন্য সরকারি প্রণোদনা চান তাঁরা।চলমান সংকটে সরকারি সহায়তা পেলে, আবারো ঘুরে দাঁড়ানোর আশা দেখছেন ক্ষতিগ্রস্ত পাদুকা কারখানা মালিকরা।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ