About Us
Md.Shahidul Islam - (Bandarban)
প্রকাশ ০৯/০৪/২০২১ ০১:৩৩পি এম

বান্দরবান পৌরসভার প্যানেল মেয়র মনোনিত হলেন সৌরভ দাশ শেখর

বান্দরবান পৌরসভার প্যানেল মেয়র মনোনিত হলেন সৌরভ দাশ শেখর Ad Banner

৮ই এপ্রিল(বৃহস্পতিবার) সকাল ১১ ঘটিকায় বান্দরবান পৌরসভার সভা কক্ষে বান্দরবান পৌরসভা ২০২১ এর নির্বাচিত সকল ওয়ার্ড কাউন্সিলর ও পৌর কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে বান্দরবান পৌরসভার মেয়র ও বান্দরবান জেলা আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ইসলাম বেবী সহ  মুলতবি সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানের সঞ্চালনা করেন জনাব তৌহিদুল ইসলাম সচিব  বান্দরবান পৌরসভা ও সভাপতি বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন,বান্দরবান জেলা। 

পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যো দিয়ে অনুষ্ঠানের সুচনা করা হয়।মুলতবি সভার সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ ইসলাম বেবী,মেয়র বান্দরবান পৌরসভা,মুলতবি সভায় আরো উপস্থিত ছিলেন  বান্দরবান ৭ম পৌর পরিষদের সকল কাউন্সিলর বৃন্দ। ১,২,৩   নং ওয়ার্ড এর মহিলা কাউন্সিলর এমেচিং মারমা ৪,৫,৬ নং ওয়ার্ড এর মহিলা কাউন্সিলর দিপিকা রানি তনচৈঙ্গা,৭,৮,৯নং নং ওয়ার্ড এর মহিলা কাউন্সিলর শাহানারা আক্তার শানু, ১নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মোঃ নাছির উদ্দিন, ২নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী,৩নং ওয়ার্ড কাউন্সিলর অজিত কান্তি দাশ,৪ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মোঃ ওমর ফারুক,৫নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মং মং সিং,৬নং ওয়ার্ড কাউন্সিলর জনাব সৌরভ দাশ শেখর,৭নং ওয়ার্ড  কাউন্সিলর জনাব মোঃ হারুন সরদার,৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুল হাসান বাচ্চু,৯নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মোঃ সেলিম (রেজা) এতে আরো উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার বিভিন্ন শাখার শাখা প্রধান গন। 

উক্ত সভায় বান্দরবান পৌরসভার সকল ওয়ার্ড  কাউন্সিলর এর সম্মতিক্রমে মেয়র মোহাম্মদ ইসলাম বেবী বান্দরবান পৌরসভার প্যানেল মেয়রের পদে বান্দরবান পৌরসভার ৬নং ওয়ার্ড এর নির্বাচিত কাউন্সিলর জনাব সৌরভ দাশ শেখর কে প্যানেল মেয়র-১,সংরক্ষিত আসনের কাউন্সিলর শাহানারা আক্তার শানু কে প্যানেল মেয়র-২ এবং মং মং সিং কে প্যানেল মেয়র-৩ হিসেবে নাম ঘোষনা করেন এতে উপস্থিত সকল ওয়ার্ড কাউন্সিলর বৃন্দ সম্মতি জ্ঞাপন করপন।নবনির্বাচিত প্যানেল মেয়রদের  শুভেচ্ছা ও অভিবাধন জানান সভায় উপস্থিত সকল ওয়ার্ড কাউন্সিলর বৃন্দ,নবনির্বাচিত প্যানেল মেয়রদের ফুল দিয়ে বরন করে নেন বান্দরবান পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীগন। 

সভায় প্রধান অতিথির বক্তব্যে জনাব মোহাম্মদ ইসলাম বেবী পৌরসভার নবনির্বাচিত প্যানেল মেয়রদের অভিনন্দন জানান প্যানেল মেয়র হিসেবে পৌরবাসির কাছে তাদের দায়বদ্ধতার কথা তুলে ধরেন এবং  সকল ওয়ার্ড কাউন্সিলর বৃন্দদের সাধুবাদ জানান,সামনের দিনগুলোতে পৌরসভার সার্বিক উন্নয়নে সকল ওয়ার্ড কাউন্সিলর বৃন্দের মাঝে সমন্যয় রেখে পৌরসভার সার্বিক উন্নয়নে কাজ করে যাওয়ার জন্য বিশেষ  দিকনির্দেশনা প্রদান করেন।  এ সময় নব নির্বাচিত প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর ধন্যবাদ জানান পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী কে তাকে প্যানেল মেয়র হিসেবে নির্বাচিত করার জন্য।তিনি বলেন বিগত সময়েও তিনি পৌরবাসির আস্থা অর্জন করেছেন এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে এসেছেন ভবিষ্যতেও তার এই চেস্টা অব্যাহত থাকবে।তিনি পৌরসভার  কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্য করে বলেন পৌরসভা পৌরবাসির জন্য এ খানে যারা যে দায়িত্বে নিয়োজিত আছেন তাদের সবাই কে আরো নিবেদিত প্রান হয়ে কাধেকাদ মিলিয়ে কাজ করে যেতে হবে তাহলেই মেয়র মোহাম্মদ ইসলাম বেবীর নেতৃত্বে আধুনিক পৌরসভা গড়ে তোলা সম্ভব।এর পর পর্যায় ক্রমে সকল ওয়ার্ড কাউন্সিলর বৃন্দ পৌরসভার বর্তমান সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন, পরবর্তীতে সভার সভাপতি উপস্থিত সকলের অনুমতি নিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ