About Us
Md.Omor Ali Mollah
প্রকাশ ০৯/০৪/২০২১ ০৮:২৮এ এম

গ্রেফতার হলো জিনের ভয় দেখিয়ে বলাৎকার করা সেই যুবক

গ্রেফতার হলো জিনের ভয় দেখিয়ে বলাৎকার করা সেই যুবক Ad Banner

অবশেষে গ্রেফতার হলো জিনের ভয় দেখিয়ে বলাৎকার করা শাহাদাৎ হোসেন (২০) নামের সেই যুবক। গত বুধবার দিবাগত রাত ১২টায় গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকার তুমলিয়া গ্রামের নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ। 

গতকাল বৃহস্পতিবার (০৮ এপ্রিল) বিকেলে গ্রেফতারের বিষয়টি নিশিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক।  তিনি জানান, নির্যাতনের শিকার শিশুর মা বাদাী হয়ে থানায় একটি মামলা (নং ৬) দায়ের করেছেন। সেই মামলায় তাকে দুপুরে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।   

উল্লেখ্য, জিনের ভয় দেখিয়ে টানা ১৫ দিন ১০ বছরের এক শিশুকে বলাৎকার করে আসছিল শাহাদাৎ হোসেন নামের ওই যুবক। বিষয়টি শিশু তার পরিবারের কাছে বলে এবং পরিবারের লোকজন জানান স্থানীয় কাউন্সিলর, আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের। পরে তাদের গরিমসিতে নির্যাতনের শিকার শিশুর বাবাকে থানায় যেতে  নিরৎসাহিত করেন। আর কাউন্সিলর, আওয়ামী লীগ ও যুবলীগ নেতারা গ্রাম্য শালিসি বিচার বসায়।

এতে অপরাধী শাহাদাতকে মাটিতে থুথু ফেলে তা খাওয়ানো হয়, ২০ বার কান ধরে উঠবসসহ গ্রাম থেকে চলে যাওয়ার রায় দেয়। এ ঘটনায় থানায় কোন অভিযোগ দায়ের না করায় ঘটনাটি স্থানীয়ভাবে টপ দ্যা টাউনে পরিনত হয়। 


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ