About Us
Tausif Akbar (জেলা প্রতিনিধি) - (Pirojpur)
প্রকাশ ০৯/০৪/২০২১ ১২:৫৩এ এম

ইন্দুরকানীতে গাছে চাপায় শ্রমিকের মৃত্যু

ইন্দুরকানীতে গাছে চাপায় শ্রমিকের মৃত্যু Ad Banner

পিরোজপুরের ইন্দুরকানীতে গাছ কাটতে গিয়ে গাছের চাপায় আব্দুর রহিম হাওলাদার (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার উত্তর ভবানিপুর গ্রামের লোকমান হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও থানা সূত্রে জানা যায়, লোকমান হাওলাদারের বাড়িতে একটি চম্বল গাছ কাটার সময় গাছের একটি খন্ড অসাবধানতাবশত আচমকা গাছ কাটা শ্রমিক আব্দুর রহিমের গায়ের এসে পড়ে। ঘটনাস্থলেই সে গাছের গুড়ির নিচে চাপা পড়ে মারাত্মক আহত হয়। 

আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রত পিরোজপুর জেলা হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শ্রমিক আব্দুর রহিম মারা যান।আব্দুর রহিম উত্তর ভবানিপুর গ্রামের আফজাল হাওলাদারের ছেলে। রহিমের স্ত্রী ও তিন সন্তান রয়েছে।

এ বিষয়ে ইন্দুরকানী থানার ওসি হুমায়ুন কবির জানান,উত্তর ভবানিপুরে গাছ কাটতে গিয়ে গাছ চাপায় আব্দুর রহিম নামে এক শ্রমিক গুরুতর আহত হইয়,পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ