ডাক্তারের কাছে রোগী নয় - রোগীর কাছে ডাক্তার!
করোনায় ২য় ঢেউকে মোকাবেলা করতে গত বছরের মত এবারও কোভিড-১৯ সতর্কতা মূলক স্বাস্থ্যসেবা শুরু হয়েছে।
নড়িয়া-সখিপুরের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় মাননীয় উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি মহোদয়ের সার্বিক সহযোগিতায় - আজ থেকে শুরু হয়েছে ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা "ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে ডাক্তার "উক্ত কার্যক্রমে চিকিৎসার সার্বিক দায়িত্বে থাকবেন বিশেষজ্ঞ চিকিৎসক স্হানীয় স্বাস্থ্যকর্মীর সমন্বয়ে স্বাস্থ্যসেবা কার্যক্রম টি পরিচালিত হচ্ছে। স্হানীয় পর্যায়ের যে কোন রোগী মোবাইলে যোগাযোগ করে বিনা খরচায় চিকিত্সা গ্রহণ করতে পারবেন। সখিপুর ও নড়িয়া উপজেলার প্রতিটি ইউনিয়নেই পর্যায়ক্রমে এই টিম চিকিত্সা সেবা প্রদান করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন। কোভিড-১৯ র পরীক্ষার ও রোগ নিরাময়ের ব্যবস্থা করা হবে।
সম্পূর্ণ বিনা খরচে রোগীর বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধ দিয়ে ইতিমধ্যে এলাকায় প্রশংসিত হয়েছে। এভাবে চিকিৎসা সেবাটি চালু থাকলে বিজ্ঞমহল মনে করেন হাজার হাজার মানুষ উপকৃত হবেন। করোনা ভাইরাসের প্রকোপ কম থাকবে। মাস্ক পড়ুন - স্বাস্থ্য বিধি মেনে চলুন।