বানিয়াচংয়ে কুশিয়ারা নদীতে ডুবে শিশুর মৃত্যু
হবিগঞ্জের বানিয়াচংয়ে নানা বাড়ীতে বেড়াতে এসে কুশিয়ারা নদীতে ডুবে সাথী আক্তার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশু ৬নং কাগাপাশা ইউনিয়নের মুসলিমপুর গ্রামের মোশাহিদ মিয়ার কন্যা।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলার কাগাপাশা ইউনিয়নের কুশিয়ারার শাখা নদীতে এঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, একই ইউনিয়নের বাতাকান্দি গ্রামে নানা বাড়ীতে মায়ের সঙ্গে বেড়াতে এসেছিলো শিশু সাথী আক্তার।
উল্লেখিত ঘটনার দিন সকালে শিশু সাথী আক্তার অন্যান্য শিশুদের সাথে খেলা করছিলো। খেলার এক পর্যায়ে পরিবারের লোকজনের অগোচরে সে পার্শ্ববর্তী কুশিয়ারা নদীতে ডুবে যায়। পরে অনেক খোঁজাখোজির পর মৃত অবস্থায় মেয়েটির লাশ উদ্ধার করে পরিবারের লোকজন ও এলাকাবাসী।