About Us
Abdul Wadut
প্রকাশ ০৮/০৪/২০২১ ০৫:২৭পি এম

বগুড়ায় লাফিয়ে বাড়ছে করোনা: শনাক্ত ৯১, মৃত্যু ১

বগুড়ায় লাফিয়ে বাড়ছে করোনা: শনাক্ত ৯১, মৃত্যু ১ Ad Banner

বগুড়ায় করোনায় আফসার আলী (৬৫) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। আফছাল আলী বগুড়া সদরের লতিফপুরের বাসিন্দা আফসার আলী বুধবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে মারা গেছেন।

এছাড়া জেলায় গত ২৪ ঘন্টায় ৩০১ নমুনার ফলাফলে বগুড়ায় লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ নতুন করে ৯১জন করোনায় শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন ৯জন। নতুন আক্রান্ত ৯১জনের মধ্যে ৮৩জন সদরের, শিবগঞ্জের ২জন, শেরপুরের ২জন, ধুনটের ২জন এবং বাকি দুইজন কাহালু ও শাজাহানপুরের বাসিন্দা। 

বৃহস্পতিবার (৮ এপ্রিল) এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন। ডা. তুহিন জানান, ৭ এপ্রিল শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮৭টি নমুনায় ৮৬জনের পজিটিভ এসেছে। এছাড়া টিএমএসএস এ ১৪ নমুনায় ৫জনের পজিটিভ এসেছে।   

তিনি আরও জানান, এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১০ হাজার ৭২৮জন এবং সুস্থতার সংখ্যা ৯ হাজার ৮৮০জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে একজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ২৬৬জনে ঠেকেছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৫৮২জন।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ