কোম্পানীগঞ্জে মাদ্রাসার উন্নয়নে প্রবাসী যুবকের অর্থ সহায়তা
নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নে নারীদের একমাত্র দ্বীনি শিক্ষা-প্রতিষ্ঠান চরহাজারী মহিলা দাখিল মাদ্রাসা উন্নয়নে আর্থিক সহায়তা প্রদান করেছেন, মৌলভী আলী আহম্মদ চেয়ারম্যানের দৌহিত্র আমেরিকা প্রবাসী নুরুল ইসলাম বাবু।
বৃহস্পতিবার(৮ এপ্রিল) সকাল ১০টার দিকে নুরুল ইসলাম বাবুর পক্ষে মাদ্রাসার সভাপতি মাস্টার ফজলুল করিম ও সুপারিন্টেনডেন্ট হাফেজ ফরিদ উদ্দিন নূরীর হাতে ৫০হাজার টাকা অনুদান তুলে দেন নুরুল ইসলাম বাবুর ভাই তৌফিকুল ইসলাম তারেক। এসময় আরো উপস্থিত ছিলেন, মাদ্রাসা কমিটির সদস্য মোফাস্সের হোসেন, সেলিম মাহমুদ, শিক্ষানবীশ আইনজীবি নুর উদ্দিনসহ প্রমূখ। উল্লেখ্য যে, কোম্পানীগঞ্জের পূর্বাঞ্চলে এটিই নারীদের একমাত্র দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান।