About Us
prodip kumar goshwami - (Rangpur)
প্রকাশ ০৮/০৪/২০২১ ০৮:৩৫এ এম

মিঠাপুকুরে সূর্যমুখী ফুলের চাষ বাড়ছে

মিঠাপুকুরে সূর্যমুখী ফুলের চাষ বাড়ছে Ad Banner

 রংপুরের মিঠাপুকুরে ৯৫ হেক্টর জমিতে সূর্যমুখী ফুলের চাষ করা হচ্ছে। সূর্যমুখী ফুল চাষে কৃষককে আগ্রহী করে তোলার লক্ষ্যে সরকারি ভাবে বীজ সার সরবরাহ সহ প্রদর্শনী ক্ষেত গড়ে তোলা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা যায় চলতি মৌসুমে ৯৫ হেক্টর জমিতে সূর্যমুখী ফুলের চাষ করা হচ্ছে। ৯০ থেকে ১০৫ দিনে বীজ পাওয়া যায়।

৩৩ শতকের বিঘায় ৬ মন বীজ উৎপাদন হয়।উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন সূর্যমুখী ফুল চাষে কৃষক কে আগ্রহী করে তোলার জন্য প্রনোদনা দেওয়া হয়।বিনামুল্যে সার বীজ প্রদান করায় চলতি মৌসুমে ৯৫ হেক্টর জমিতে সূর্যমুখী ফুল চাষ হয়েছে। তিনি জানান সভা সেমিনার করে সূর্যমুখী চাষের উপকারিতা সম্পর্কে কৃষককে অবহিত করা হয়। সূর্যমুখী বীজের তেলে সয়াবিন তেলের তুলনায় দশগুন পুষ্টি বেশি এবং কোলেস্টেরল নেই।

মিঠাপুকুর উপজেলার জলবায়ু মাটি সূর্যমুখী চাষের উপযোগী। প্রতি বছর কোটি কোটি টাকা দিয়ে সয়াবিন তেল আমদানি করতে হয়। এই অর্থ রক্ষা করতে হলে সূর্যমুখী ফুলের চাষ বাড়ানো প্রয়োজন। 


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ