About Us
atikullah arif - (Chapainawabganj)
প্রকাশ ০৮/০৪/২০২১ ১২:০১এ এম

শিবগঞ্জে বিপুল পরিমাণ চোলাই মদ ও উপকরণসহ আটক ১

শিবগঞ্জে বিপুল পরিমাণ চোলাই মদ ও উপকরণসহ আটক  ১ Ad Banner

 শিবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি জেলা কার্যালয়ের একটি অপারেশন দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোলাই মদ ও উপকরণসহ ১ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে  আটক করেছে। 

আটককৃত আসামি, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের মিলিক পাড়ার মৃত একদিলের ছেলে সফিকুল (৫০)।

গোপন সংবাদের ভিত্তিতে ৭ এপ্রিল দুপুরে ডিএনসি জেলা কার্যালয়ের সহকারি পরিচালক আনিছুর রহমান খানের নির্দেশনায় ও পরিদর্শক ইন্সপেক্টর রায়হান আহমেদ খানের নেতৃত্বে মো. আসাদুর রহমান, খন্দকার সুজাত আলী, আল আমিন, হাবিবা খাতুন, সোহেল রানা, জাহিদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স অভিযান টি চালায়। 

অভিযানে শিবগঞ্জ উপজেলার ইউএনও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাকিব-আল-রাব্বীও উপস্থিত ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সফিকুল চোলাই মদ তৈরি ও বিক্রির কথা স্বীকার করেছে। 

অভিযানে ১৫ লিটার চোলাই মদ, ৫ টি প্লাস্টিক ড্রামে চোলাই মদ তৈরির উপকরণ ওয়াশ (জাওয়া) জব্দ করে ডিএনসি। যার প্রতি ড্রামে ১০০ লিটার করে মোট ৫০০ লিটার জব্দ করা হয়। এর আনুমানিক মূল্য ৫৪ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ