বদরগঞ্জে প্রতিপক্ষকে ঘায়েল করতে বৃক্ষ নিধন
রংপুরের বদরগঞ্জে সড়কের ধারে সমিতির রোপন করা গাছ কেটে রাতেই নিয়ে চলে যায় এলাকার প্রভাবশালী মহল। এ মর্মে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বরাবরে লিখিত অভিযোগ করেছে সমিতির সভাপতি ও সাধারন সম্পাদক। ময়নাকুড়ি বন ও পরিবেশ উন্নয়ন সমিতি ওই গাছ রোপন করেছে ২০০০ সালে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গোপালপুর ইউনিয়নের ময়নাকুড়ি হাটের পাশে সমিতির রোপন করা গাছ গত ৪ এপ্রিল মধ্য রাতে কেটে সাবাড় করে দেয়। অভিযোগে সুনির্দিষ্ট করে ৪ জনের নাম উল্লেখ করা হয়।
সমিতির সভাপতি জিয়াদুল হক মন্ডল বলেন, আমাদেরকে ঘায়েল করতে আমাদের প্রতিপক্ষ প্রভাবশালী মহল অত্যন্ত সুকৌশলে রাতের অন্ধকারে এই ঘৃণ্য কাজ করেছে। এতে আমাদের সমিতি আনুমানিক অর্ধলক্ষ টাকার মতো ক্ষতিগ্রস্ত হয়েছে।

গোপালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজার রহমান অনেক টা দায় এড়িয়ে বলেন আমি ওসব জানি না। ওগুলো বন বিভাগের দায়িত্ব।
উপজেলা ফরেস্ট অফিসার মো. মোরশেদ আলম বলেন, রাস্তার ধারে লাগানো ওই গাছ গুলো আমাদের আওতার ভিতরে নাই। তাই আমি এখন পর্যন্ত এই বিষয়ে কিছু জানি না।