About Us
Md. Akramul Islam - (Rangpur)
প্রকাশ ০৭/০৪/২০২১ ১২:২৬এ এম

গঙ্গাচড়ায় খাস জমি সংক্রান্তের জেরে নিহত ২

গঙ্গাচড়ায় খাস জমি সংক্রান্তের জেরে নিহত ২ Ad Banner

রংপুরের গঙ্গাচড়ায় খাস জমি সংক্রান্তের জেরে দুই গ্রুপের সংঘর্ষে উপজেলার নোহালী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের সদস্য আজিজুল ইসলাম (৫০) ও অপরজন একই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলামের বড় ভাই রিয়াজুল ইসলাম নিহত হয়েছেন। এসময় আরো ১০ জন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার নোহালী ইউনিয়নের চরবাগডোহরা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়,  স্থানীয় ইউপি সদস্য আজিজুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে একই ওয়ার্ডের সাবেক সদস্য সাইফুল ইসলামের বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার দুপুরে উভয়ের গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সাবেক ইউপি সদস্য সাইফুলের বড় ভাই রিয়াজুল (৫৭) ইসলাম ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় বর্তমান ইউপি সদস্য আজিজুল ইসলাম (৫০), আমেনা (১৮), হেলাল (৩৪), সেরাজুল (৩০), অজিপা (৫০), আবুল কালামসহ (২৫) অন্তত ১০ জন আহত হয়েছেন।

গুরুত্বর আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইউপি সদস্য আজিজুল ইসলাম মারা যান। আহত অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

নোহালী ইউপি চেয়ারম্যান আবুল কালাম টিটুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বহুদিন ধরে দুইপক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরআগেও একবার মারামারির ঘটনা ঘটেছিল। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ