লিভারপুল ম্যাচের আগে করোনা আক্রান্ত রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার
আজ রাতে লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়াটার ফাইনালের প্রথম লেগে মাঠে নামার কয়েক ঘন্টা আগে আরও একটি বড় ধাক্কা খেল চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদ।
ম্যাচ শুরুর কয়েকঘন্টা আগে খবর এসেছে তাদের অন্যতম সেরা ডিফেন্ডার ফ্রান্সের রাফায়েল ভারানে করোনা পজিটিভ। এমনিতেই ইনজুরির কারণে তাদের দলের অধিনায়ক ও সেরা ডিফেন্ডার সার্জিও রামোস এই ম্যাচ খেলতে পারছেন না।
এবার দলের বাইরে চলে গেলেন আরেক সেরা ডিফেন্ডার। শুধু এই ম্যাচ নয় সামনের শনিবার চিরপ্রতিদ্বন্দী বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোতে এবং অল রেডদের বিপক্ষে দ্বিতীয় লেগেও রিয়ালের হয়ে মাঠে দেখা যাবে না ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা এই ডিফেন্ডারকে।
দলের মুল দুই ডিফেন্ডারকে হারিয়ে ম্যাচ শুরুর আগে বেশ বিপদেই পড়ে গেছেন কোচ জিনেদিন জিদান। রামোস ও ভারানের পরিবর্তে এদার মিলিতাও ও নাচো ফার্নান্দেজকে রিয়েলের রক্ষণ সামলানোর দায়িত্ব পালন করতে দেখা যেতে পারে। বাংলাদেশ সময় আজ রাত ১টায় শুরু হওয়ার কথা এই দুই দলের ম্যাচটি।