ভালুকায় করোনা মোকাবেলায় প্রশাসনের প্রচারণা
করোনা মোকাবেলায় স্বাস্থ্য অধিদপ্তর ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সতর্ক বার্তা নিয়ে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচেছন উপজেলা প্রসাশন।
সোমবার (৫ এপ্রিল) সমগ্র ভালুকায় ৫ দিন ব্যাপী প্রচারণার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাইনউদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসী, শিক্ষক, লেখক ও সমাজকর্মী শফিকুল ইসলাম খান, ভালুকা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও স্বেচ্ছাসেবক মো. আক্কাছ আলী।
এসময় আরো উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট ভালুকা ইউনিটের দলনেতা ইমন তালুকদার সাগর, সদস্য বিপুল মন্ডল, জহিরুল ইসলাম, মো. শাহ আলম বাবু।
উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন বলেন, কোভিড-১৯ মোকাবেলায় স্বাস্থ্য অধিদপ্তর ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সতর্ক বার্তা নিয়ে উপজেলা প্রসাশনের পক্ষ থেকে সমগ্র ভালুকায় ৫ দিন ব্যাপী এ প্রচারনা অব্যাহত থাকবে।