লকডাউন কার্যকর করতে মাঠে ইউএনও
করোনাভাইরাসের সংক্রমণ রোধ করতে ৫এপ্রিল থেকে ১১এপ্রিল পর্যন্ত এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে সরকার। লকডাউন সফল করতে মাঠ পর্যায়ে কাজ করছে প্রশাসন।
পটুয়াখালীর বাউফলে লকডাউন কার্যকর করতে মাঠ পর্যায়ে কাজ করছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন।
সোমবার (৫এপ্রিল) লকডাউনের প্রথমদিন সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। স্বাস্থ্য বিধি ও লকডাউন মেনে চলতে উপজেলা জুড়ে করা হয়েছে মাইকিং।
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করার করার দায়ে ছয় ব্যবসায়ী ও এক পথচারীকে জরিমানা করা হয়েছে।
সূত্র জানায়, পৌর শহরের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যে ছয় ব্যবসায়ী ও এক পথচারীকে ১১০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
ব্যবসায়ী জামাল হোসেন, আনোয়ার হোসেন, বশার, শেখর বনিক ও জলিলকে ১শ টাকা করে ও তরিুকুল ইসলামকে ৫শথ টাকা অর্থদন্ড করা হয়।। অপরদিতে মাস্ক পরিধান না করায় রুবেল নামের এক পথচারীকে ১শ টাকার জরিমানা করা হয়।
বাউফল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন জানান, ‘কিছু অসাধু ব্যাবসায়ীরা লকডাউন ঘোষনা উপেক্ষা করার কারনে এ জরিমানা করা হয়েছে। এ মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।’