কালিয়াকৈরে লকডাউন মানছেন না জনগণ
বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হার দিন দিন বেড়েই চলছে। এমন পরিস্থিতিতে সারাদেশে সরকার ৭ দিনের লকডাউন ঘোষণা করেছে। লকডাউনের প্রথম দিনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা ত্রিমোড় এলাকায় ট্রাক-পিকআপ ভ্যানসহ দূর-পাল্লার গণপরিবহন, সিএনজি চলাচল করতে দেখা যায়। মহাসড়কের মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনী থাকলেও নেই কোন তৎপরতা।
অন্যদিকে কালিয়াকৈর বাস-টার্মিনাল থেকে গণপরিবহনের কোনো বাস ছাড়েনি। এ এলাকায় কাঁচামাল, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ও ঔষধের দোকান খোলা আছে। তবে সরকারি আইন মানছেন না কালিয়াকৈর বাজারের বিভিন্ন শপিং মলগুলো।
সালনা হাইওয়ে (কোনাবাড়ি ) থানার ওসি মীর গোলাম ফারুক জানান, গতকাল যমুনা সেতু থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট থাকাতে কিছু গাড়ি এখনো রাস্তায় আছে। তবে আশা করছি চালকরা গাড়ি গন্তব্য স্থানে পৌঁছিয়ে আর রাস্তায় নামবে না।