About Us
Md. Razib Hossain - (Kushtia)
প্রকাশ ০৫/০৪/২০২১ ০৮:০৫পি এম

সুনামগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে দুই পুলিশসহ আহত ২৫

সুনামগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে দুই পুলিশসহ আহত ২৫ Ad Banner

সুনামগঞ্জের শাল্লায় জমিজমা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছুড়ে পুলিশ।

সোমবার (৫ এপ্রিল) দুপুরে এই সংর্ষের ঘটনা।

সংঘর্ষে জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। ফের সংঘর্ষের আশঙ্কায় গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে।

পুলিশ জানায়, উপজেলার আটগাঁও গ্রামের আব্দুল্লাহ আল নোমান ও সন্তু মিয়ার লোকজনের মধ্যে গ্রামের পাশের খাসজমি নিয়ে বিরোধ চলছিল। সোমবার খাসজমির ধান কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ২৩ জন আহত হন।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। সংঘর্ষ ঠেকাতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ