মার্কেট খোলার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ
মার্কেট খুলে দেয়ার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা।
সোমবার (৫ এপ্রিল) দুপুর ১টায় মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার শিমরাইল মোড়ে হাজী আসহান উল্লাহ সুপার মার্কেটের সামনের সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন ব্যবসায়ীরা।
এসময় তারা লকডাউন প্রত্যাহার ও ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানান। খবর পেয়ে পুলিশ এসে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেন।
মিলন হোসে নামে এক ব্যবসায়ী বলেন, ‘লাখ লাখ টাকার মালামাল এনেছি। এভাবে মার্কেট বন্ধ থাকলে কিভাবে পাওনাদারদের টাকা পরিশোধ করবো আর কিভাবে কর্মচারীদের বেতন দিবো?’
নজরুল নামে আরেক ব্যবসায়ী বলেন, ‘আমরা কোনো লকডাউন চাই না। পবিত্র রমজান মাস ও ঈদ সামনে রেখে স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলা রাখার দাবি জানাই।’
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ‘কয়েকজন লোক জড়ো হয়েছিল। পুলিশ এসে তাদেরকে সরিয়ে দিয়েছে।’
উল্লেখ্য, দেশে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে সোমবার (৫ এপ্রিল) থেকে আগামী এক সপ্তাহের জন্য লকডাউনের ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।