About Us
Nesarul Islam
প্রকাশ ০৫/০৪/২০২১ ০৫:১৭পি এম

বছরের প্রথম কালবৈশাখীতে মা-মেয়ের মৃত্যু

বছরের প্রথম কালবৈশাখীতে মা-মেয়ের মৃত্যু Ad Banner

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বছরের প্রথম কালবৈশাখী ঝড়ে গাছের ডাল পুড়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে।

গতকাল রবিবার সন্ধ্যায় উপজেলার ইউনিয়নের লাবনী ঘোষ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহতের নাম হালিমা (২৫)ও তার চার মাস বয়সী মেয়ে আফসানা।

নিহত হালিমা মধুখালী উপজেলার বাজিতপুর গ্রামের মোঃ জাহিদের স্ত্রী। জানা গেছে তিনি মেয়েকে নিয়ে আলফাডাঙ্গা উপজেলার বাধা ইউনিয়নের শির গ্রামে আত্মীয়ের বাড়ি বেড়াতে যান। সেখান থেকে সন্ধ্যায় ভ্যানযোগে তার বাবার বাড়ি বুরাইচ ইউনিয়নের পাকুরিয়া রওনা দেন। সন্ধ্যা সাতটার দিকে বানা ইউনিয়নের ঘর বাড়ির সামনে পৌঁছালে কালবৈশাখী ঝড় শুরু হয়। এসময় সজনে গাছের একটি বড় ডাল তাদের উপর ভেঙে পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় হালিমা।মারাত্মক আহত শিশু আফসানাকে স্থানীয়রা উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আলফাডাঙ্গা উপজেলার বুরাইচ ইউনিয়ন পরিষদের 6 নম্বর ওয়ার্ডের সদস্য মিঠু মোল্লা এসব তথ্য নিশ্চিত করেন। বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আফরোজা আক্তার মিলি বলেন, আফসানাকে হাসপাতালে আনার পথে মৃত্যু হয় তার। সে মারাত্মকভাবে আহত হয়েছিল।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ