করোনায় শ্বাসকষ্ট হচ্ছে রাব্বানীর, ফেসবুকে অভিমান
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। দেখা দিয়েছে শ্বাসকষ্ট। গতকাল শনিবার (৩ এপ্রিল) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ তথ্য দেন। গোলাম রাব্বানী লিখেন, ‘জ্বর, সর্দিকাশি আর শারীরিক দুর্বলতার সঙ্গে গত দুদিন ধরে শ্বাসকষ্ট আর বুকে চাপ অনুভব করছি। গত রাতে কিছু সময়ের জন্য অক্সিজেন সিলিন্ডারও ব্যবহার করতে হয়েছে।’ ‘যদি কিছু হয়ে যায়, যদি অকালে চলে যেতে হয়।
এই আফসোস, হতাশা আর মনোকষ্ট নিয়েই যেতে হবে।’ অভিমান করে তিনি লিখেন, ‘যে আদর্শ আর দলের জন্য এতো ত্যাগ, জীবন-যৌবন, ক্যারিয়ার, সাধ-আহ্লাদ সব জলাঞ্জলি দিয়ে ইতিবাচক কাজ করতে চাইলাম, সেই দলেরই স্বার্থান্বেষী মহলের কাছ থেকেই মিথ্যা অপবাদ আর চরম অন্যায় আচরণের শিকার হলাম! আত্মপক্ষ সমর্থন, সত্য-মিথ্যা যাচাই-বাছাই, তদন্ত এসবের ন্যূনতম সুযোগও মিলল না, যা যেকোনো মানুষেরই প্রাপ্য অধিকার।’