About Us
MD.KAMRUZZAMAN SOHAG - (Kushtia)
প্রকাশ ০৪/০৪/২০২১ ১১:৪৮এ এম

ব্যাংককে অগ্নিদগ্ধ তিনতলা ভবনধসে নিহত ৫

ব্যাংককে অগ্নিদগ্ধ তিনতলা ভবনধসে নিহত ৫ Ad Banner

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের শহরতলীতে অগ্নিদগ্ধ একটি তিনতলা ভবনধসে অন্তত পাঁচজনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছেন আরও কিছু লোক। 

স্থানীয় মিডিয়ার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার (৩ এপ্রিল) সকালে ভবনটিতে আগুনের সূত্রপাত ঘটে। প্রায় এক ঘণ্টা পর আগুন নেভানো সম্ভব হয়। যদিও আগুন লাগার কারণ জানা যায়নি। 

গণমাধ্যমে আসা ভিডিয়োতে দেখা গেছে, আগুনে পুড়ে ভবনটি কালো হয়ে গেছে এবং দমকল কর্মীরা পাইপ দিয়ে সেখানে পানি ছিটাচ্ছেন, এরই এক পর্যায়ে ভবনটি হঠাৎ করে ধসে পড়ে। 

প্রতিবেদনে বলা হয়, ভয়াবহ এ ঘটনার ঠিক আগে একজন দমকল কর্মী ভালোভাবে দেখার জন্য বাড়িটির দেয়ালে মই লাগিয়ে সেটি বেয়ে উঠতে শুরু করেছিলেন। তখনই ভবনটি ধসে পড়ে আর তিনি অল্পের জন্য রক্ষা পান। 

আরেক দমকল কর্মী ঘটনার ভিডিয়ো ধারণ করে নিজের ফেসবুক একাউন্টে পোস্ট করেছেন বলে রয়টার্সকে জানিয়েছেন।

তিনি বলেন, কিছু একটা ভেঙে যাচ্ছে এমন শব্দ পেলাম আর মূহুর্তের মধ্যে পুরো ভবনটি ধসে পড়ল। 

ভবনটির অবস্থা দুর্বল দেখাচ্ছিল আর তাই উদ্ধারকারী দলকে সেখান থেকে বের হয়ে আসতে বলা হয়েছিল বলে জানিয়েছেন তিনি। গণমাধ্যমের প্রতিবেদনে পাঁচজন নিহতের কথা বলা হয়েছে। তাদের মধ্যে চার জন উদ্ধার কর্মী ও একজন ভবনটির বাসিন্দা বলে জানা গেছে। 

উল্লেখ্য, ব্যাংককের স্থানীয় সময় সন্ধ্যায় জীবিতদের খোঁজে অনুসন্ধান বন্ধ ঘোষণা করা হয় বলে রয়টার্স জানিয়েছে।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ