রোয়াংছড়িতে মোটর সাইকেল দূর্ঘটনায় আহত ৩
বান্দরবান থেকে রোয়াংছড়ি উপজেলায় আসার পথে মোটর সাইকেল ও মিনি ট্রাকের সাথে সংঘর্ষে মোটর সাইকেল চালক ও এক আরোহী গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে রোয়াংছড়ি হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা প্রদান করা হয়েছে।
স্থানীয় ও উদ্ধারকারীরা বলেন, গতকাল শনিবার সন্ধ্যায় ৬টা দিকে বান্দরবান ও রোয়াংছড়ি সড়কে সামুক ঝিরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, পাইক্ষ্যং পাড়া বাসিন্দা টুয়াং থাং বমের ছেলে জিংবৈ কোয়াল বম (১৯), রোয়াংছড়ি ইউপি ৫নং ওয়ার্ড মেম্বার লাল রৌসাং বমের ছোট বোন জিংখএং বম এবং রুমা উপজেলা পাইন্দু ইউপি জুরভাংরুং পাড়া বাসিন্দা লিয়ান এবং বমের মেয়ে এসএসসি পরীক্ষার্থী লাল ঞাডাই বম (১৬)। পরে গুরুত্বর অবস্থায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
রোয়াংছড়ি হাসপাতালে মেডিকেল সহকারি রুবেল দেওয়ান বলেন, রোগী ৩ জনের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছে। আরো একজন আহত ও আশঙ্কাজনক অবস্থায় দ্রুত বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।